ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মাদারীপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

মাদারীপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৮ নভেম্বর ২০২১ ১১:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর

মাদারীপুরে আওয়ামীলীগের দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন শেষ হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মাদারীপুর সদরের ১৪ ইউনিয়নে ভোট গ্রহন করা হয়। জানা যায়,এ নির্বাচনে ১৩ টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়। এ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীতা উন্মুক্ত করায় আওয়ামীলীগের দলীয় প্রতীক ছাড়াই  প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহন করছেন। রবিবার রাতে উপজেলা পরিষদ থেকে বেসরকারী ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বিজয়ীরা হলেন, ঝাউদি ইউনিয়ন পরিষদে মটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সিরাজুল ইসলাম আবুল হাওলাদার,দুধখালীতে মটর সাইকেল প্রতীকে বিজয়ী হয়েছেন ফারুক খান, পেয়ারপুরে আনারস প্রতীকে মাহফুজুর রহমান লাবলু তালুকদার ,খোয়াজপুর ঘোড়া প্রতীকে জয়নুল আবেদীন মোল্লা ফারুক ,ছিলারচরে আনারস প্রতীকে তৌফিক হোসেন আকন, শিড়খারা ইউনিয়নে টেবিল ফ্যান প্রতীকে মজিবুর রহমান হাওলাদার ,বাহাদুরপুরে মটরসাইকেল প্রতীকে সৈয়দ সাখাওয়াত হোসেন, পাঁচখোলা ইউনিয়নে মটরসাইকেল প্রতীকে নাসির উদ্দিন মোল্লা টুকু,মস্তফাপুরে আনারস প্রতীকে সোহরাব হোসেন খান, ধুরাইল ইউনিয়নে হাবিবুর রহমান হাওলাদার আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া কালিকাপুর ইউনিয়নের ফায়েকুজ্জামান বাবুল ফকির মটরসাইকেল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন, কেন্দুয়া ইউনিয়ন চশমা প্রতীকে পরিষদে শাহ মোহাম্মদ রায়হান কবির, কুনিয়া ইউনিয়নে টেলিফোন প্রতীক নিয়ে অমিত কবির নির্বাচিত হয়েছে। রাস্তি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিল্লাল মোল্লা।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি বলেন, নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭১ জন, মেম্বার প্রার্থী ৩ শত ৫৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১ শত ২৭ জন প্রার্থী প্রতদ্বন্দ্বিতা করছেন। মাদারীপুর সদর উপজেলায় ১৪ টি ইউনিয়নে ২ লাখ ২১ হাজার ৭’শ ৮৩ জন ভোটার ১৩১টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। যার ভেতরে নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৩’শ ২৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ৪’শ ৫৯ জন। তিনি আরও বলেন, এই নির্বাচনে আওয়ামীলীগ থেকে কাউকেই দলীয় মনোনয়ন প্রদান করেননি। তাই আওয়ামীলীগের দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।