ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

মৌলভীবাজারে বন্যা দুর্গতদের জন্য জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৯ অগাস্ট ২০২৪ ১০:৫১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
বন্যায় প্লাবিত হওয়ায় সেখানকার জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে। এবারের ভয়াবহ বন্যায় মানুষ ও পশুপাখির ভয়াবহ দুর্গতি হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যার পানি কমলেও বন্যাকবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে বন্যা-পরবর্তী সময়ে দুর্যোগ ও নানা ধরনের রোগবালাই। বন্যার সময় ময়লা-আবর্জনা, মানুষ ও পশুপাখির মলমূত্র এবং পয়োনিষ্কাশনব্যবস্থা একাকার হয়ে এসব উৎস থেকে জীবাণু বন্যার পানিতে মিশে চারদিকে ছড়িয়ে পড়ে। বন্যার মাঝে ডায়রিয়া, সর্দি, জ্বর প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
জামায়াতে উদ্যোগে রাজনগর সরকারি কলেজে আঙ্গিনায় বুধবার ২৮ আগস্ট ২০২৪ ইং, সকাল দশটা হতে দিনব্যাপী ৮ জন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে অসুস্থ বন্যার্তদের চিকিৎসা সেবা প্রদান এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মিছবাহ উল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য জননেতা মোঃ আব্দুল মান্নান।
ক্যাম্পে সকাল থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ এসে চিকিৎসা সেবা নেন। উপস্থিতিতে অত্যন্ত প্রাণবন্ত এ ব্যতিক্রম আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সেক্রেটারী মোঃ ইয়ামির আলী, সদর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসাইন বাবলু, মাসুমুর রহমান রাসেল, হাফেজ রায়হান, ফয়ছল আহমেদ, হাফেজ হাসান আহমেদ-সহ প্রমুখ।
চিকিৎসক প্যানেলে ছিলেন রাজনগর উপজেলার কৃতি সন্তান ও মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডা. আব্দুস সালাম টিটু , ডা. জাকির হোসেন মুন্না, ডা. সাইফুল্লাহ তানভীর, ডা. মুহাইমিন আহমদ ইমন এর নেতৃত্বে ৮, জন অভিজ্ঞ চিকিৎসক।
বিভিন্ন রোগের ২৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ পত্র দেওয়া হয়। অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে জামায়াতের এ ধরনের আয়োজনে সংগঠন সর্বমহলে বেশ প্রশংসায় লাভ করে। জামায়াত নেতৃবৃন্দ প্রশংসা নয়, সকলের নিকট দোয়া কামনা করেন।
উপজেলা জামায়াতের আমীর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে পরবর্তী মেডিক্যাল ক্যাম্প মনসুর নগর ইউনিয়নে শীঘ্রই অনুষ্ঠিত হবার ঘোষণা দেন তিনি।