ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

যশোর-বেনাপোল মহাসড়কে উড়ন্ত ৩ ছিনতাইকারী পুলিশের খাঁচায়

বেনাপোল প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৭ নভেম্বর ২০২১ ০৬:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর

যশোর-বেনাপোল মহাসড়কে পণ্য বোঝাই ট্রাক থামিয়ে ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারীক আটক করেছে নাভারন হাইওয়ে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নাভারন পুরাতন বাজার বরফ কালের সামনে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করে পুলিশ।

আটককৃতরা হচ্ছে, শার্শা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে মাসুদ রানা (২০), একই গ্রামের মন্টু রহমানের ছেলে জনি রহমান (২১) ও দক্ষিণ বুরুজবাগান গ্রামের শেখ সুমনের ছেলে মেহেদী হাসান রাব্বি (২২)।

নাভারন হাইওয়ে থানার ইনচার্জ এ কে এম আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী ঢাকা (মেট্টো-ন-১৫-৯০০৫) মাছভর্তি একটি ট্রাক ওই স্থানে পৌছালে দুটি মোটরসাইকেলে ৬ জন যুবক ট্রাকটির গতিরোধ করে ছিনতাই করছে এমন খবরে নাভারন হাইওয়ে পুলিশের টহলদল ঘটনাস্থলে পৌছালে একটি মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা আরো তিন সহযোগী পালিয়ে যায়। এসময় ট্রাক চালকের নিকট থেকে ছিনতাইকৃত ৬ হাজার ১শত টাকা উদ্ধার করা হয় এবং ছিনতাইকারীদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও একটি মটরসাইকেল জব্দ করা হয়। 

এ ঘটনায় ওই ট্রাকের হেলপার সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাজার গ্রামের খলিলুর রহমান বাবুর ছেলে শরিফুল ইসলাম বাদি হয়ে মামলা করেছে। আটককৃতদেরকে রাতেই ঝিকরগাছা থানায় পাঠানো হয়েছে বলেও জানান হাইওয়ে থানার ইনচার্জ এ কে এম আসাদুজ্জামান।