ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

যারা ব্যাংক ঋণ পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা: পরিকল্পনা মন্ত্রী

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : শনিবার ৯ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৪৩:০০ অপরাহ্ন | জাতীয়
 
 
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জামায়াতে ইসলাম জঙ্গি সংগঠন সেটা দেশের মানুষ জানে। জামায়াত ইসলাম জাতীয় নির্বাচন করতে পারবে কি না, তাদেরকে নিবন্ধন দেওয়া হবে কি না সেটা সরকারের দেখার বিষয় নয়, নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে আমরা মেনে নিব। 
 
মন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠ হবে। সেই সুষ্ঠ নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
দেশের ব্যাংকখাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, যারা দেশের ব্যাংকখাতগুলো থেকে ঋণ নিয়ে পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবে।
 
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের ৫ তলা প্রশাসনিক কাম মাল্টিপারপাস ভবণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
 
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ প্রমুখ।