ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

লাখ ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : সোমবার ২১ অগাস্ট ২০২৩ ০৬:৪২:০০ অপরাহ্ন | জাতীয়

 

দেশজুড়ে এডিস মশাবাহী রোগ ডেঙ্গুর প্রকোপে লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৭ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ২ হাজার ১৯১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। ফলে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৫ জনে।

 

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।