শনিবার থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিতে পারবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন।
এ বিষয়ে মেডিকেল প্রশাসক বলেন, "শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনার ২ডোজের টিকা দেয়া হবে। যারা ফাইজারের ১ম ডোজের টিকা ক্যাম্পাস থেকে নিয়েছে তারা এদিন দ্বিতীয় ডোজের টিকা দিতে পারবেন"
জন্মসনদ দিয়ে টিকা নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা জন্মসনদ দিয়ে ১ম ডোজের টিকা নিয়েছে, তারা ২য় ডোজের টিকা নিতে পারবেন, কিন্তু তারা জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকার সার্টিফিকেট তুলতে পারবেন না। আর যারা সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ১ম ডোজ নিয়েছিল তারা শনিবারে টিকা নিবেন। বাকিরা রবিরার থেকে টিকা নিতে পারবেন।