ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

শহীদ জেহাদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: তারেক

রিয়াদ হাসান, ঢাকা: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ০৬:২০:০০ অপরাহ্ন | জাতীয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, "শহীদ জেহাদের আত্মত্যাগ আমাদের জাতীয় সংগ্রামে অনুপ্রেরণা হয়ে আছে। দেশী-বিদেশী অপশক্তির চক্রান্তকে প্রতিহত করে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আমাদের চূড়ান্ত লক্ষ্য গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা।"

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শহীদ জেহাদ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তারেক রহমান আরও বলেন, "গণতন্ত্রের ধারাকে বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচনের আয়োজন অত্যন্ত জরুরি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয় ও নিরপেক্ষ সরকার। কিন্তু গণতন্ত্র কেবল নির্বাচন নয়; এটি মানুষের স্বাধীনতা, অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি।"

তারেক রহমান শহীদ নাজির উদ্দিন জেহাদের অবদান স্মরণ করে বলেন, "৯০'র এরশাদ বিরোধী আন্দোলনে জেহাদ ছিলেন এক বীর সৈনিক। গণতন্ত্রের অধিকার পুনরুদ্ধারের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তিনি। স্বৈরাচার বিরোধী রক্তাক্ত সংগ্রামে নিজের বুক দিয়ে গুলি বরণ করে তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠা নিশ্চিত করতে এগিয়ে এসেছিলেন।"

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, "স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিল। জেহাদ সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা নিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আজ আমাদের দায়িত্ব সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া, অন্যথায় তার আত্মা কষ্ট পাবে।"

তারেক রহমানের এই বাণী নতুন প্রজন্মকে শহীদ জেহাদের আদর্শে অনুপ্রাণিত করবে এবং গণতন্ত্রের জন্য তাদের লড়াইয়ের শপথ পুনর্ব্যক্ত করবে।