সারা দেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করেন।
দিবসের প্রথম প্রহরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ,, পল্লিবিদ্যুৎ, স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক, আব্দুল মজিদ কলেজ, উদীচী শিল্পী গোষ্ঠিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ন করেন।
সকাল ৯ টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠান উদ্বোধনের পরে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও যেমন খুশি তেমন সাজো প্রদর্শন, পুরষ্কার বিতরণী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ ও রথপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, সার্কেল এসপি শুভাশীষ দে, সহকারী কমিশনার (ভূমি)সকিনা আক্তার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, পরিকল্পনামন্ত্রী আজহাজ্ব এম এ মান্নানের একান্ত ব্যাক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জয়কলস ইউনিয়নের
নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, বীরমুক্তিযোদ্ধা মসদ আলী, বজেন্দ্র কুমার দাস,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, মুক্তিযোদ্ধার সন্তান কামাল হোসেন, মোহাম্মদ আলী নিশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহ-কমান্ডার মসদ আলী, উপজেলা স্বস্থ্য কর্মকর্তা ডাঃ জসীম উদ্দীন শরিফী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌঃ, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার নিলুফা চৌধুরী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, পশ্চিম পাগলা ইউনয়নের চেয়ারম্যান মোঃ নুরুল হক, নব নির্বাচিত চেয়ারম্যান জগলুল হায়দার, দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মনির উদ্দিন,পাথারিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম, পুর্বপাগলা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, পশ্চিমবীরগাও ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য মোঃ জামিউল ইসলাম তুরান,ছায়াদ হোসেন সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম আহবায়ক মনসুর আলম সুজন,সহ সভাপতি আল মাহমুদ সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একই মাঠে উপজেলার সর্বস্তরের জনগনের উপস্থিতিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সর্বস্তরের জনগণকে শপথবাক্য পাঠ করান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।