২০২৩ সালের সিআইপি হিসেবে ভূষিত হলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়ার হেলাল উদ্দীন।
বুধবার (২০ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব দীপক কুমার রায়ের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
হেলাল উদ্দীন সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনার মৃত ছগির আহম্মদের ছোট ছেলে।তিনি বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমান শাখার সাধারণ সম্পাদক ও সাফাফিয়া গার্মেন্টস,অস্টিন গার্মেন্টস আল হেলাল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান।
প্রজ্ঞাপনে বাংলাদেশ শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী, বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ও বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক এ তিন খাতে মোট ৭০ জনকে ২০২৩ সালের জন্য সিআইপি ভূষিত করা হয়।তন্মধ্যে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে সাতকানিয়া থেকে হেলাল উদ্দীনকে ভূষিত করা হয়।
প্রজ্ঞাপনের তিন ক্যাটাগরিতে বাংলাদেশ শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী হিসেবে একজন,বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ৫৯ জন এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে ১০ জনকে ভূষিত করা হয়।