ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

৯৪ শিক্ষার্থী ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন

আবু হানিফ, জবি প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৩১ ডিসেম্বর ২০২১ ০৫:৪৭:০০ অপরাহ্ন | শিক্ষা
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৯৪শিক্ষার্থী। এ ছাড়াও শিক্ষকদের ১১টি প্রজেক্ট অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত ও উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে এবার ফেলোশিপ পাচ্ছেন মোট এক হাজার ২৪৪৬ জন শিক্ষার্থী। নবায়ন ক্যাটাগরিতে পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। এ ছাড়াও শিক্ষকদের সর্বমোট ৬৩৮টি প্রজেক্ট অনুমোদন হয়েছে।
 
প্রকাশিত তথ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের- গনিত বিভাগের ৮ জন শিক্ষার্থী, রসায়ন বিভাগের ৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ৬ জন, ভূগোল ও পরিবেশ বিভাগের ২১ জন, পরিসংখ্যান বিভাগের ৭ জন, উদ্ভিদবিদ্যা বিভাগের ১২ জন, মাইক্রোবায়োলজি বিভাগের ১৬ জন, সিএসই ও মনোবিজ্ঞানের শিক্ষার্থীরা ও  রয়েছেন। এছাড়া পিএইচডি-২ জন ও এমপিল-২ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
 
উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/ গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান দেয়া করা হয়।