ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

অসময়ে বৃষ্টি কৃষকের স্বপ্ন ভঙ্গ

এম রাসেল আহমেদ, জয়পুরহাট : | প্রকাশের সময় : শুক্রবার ৪ ফেব্রুয়ারী ২০২২ ০৫:১১:০০ অপরাহ্ন | কৃষি ও প্রকৃতি
অসময়ে হঠাৎ বৃষ্টির পানিতে ডুবেছে ক্ষেতলাল তথা  জয়পুরহাট জেলার কৃষকদের আলুর ক্ষেত। সেই সাথে জমিতে হেলে পড়েছে সরিষার গাছ। শীতের তীব্রতা ভেদ করে কৃষক ছুটছে জমির আলুক্ষেতে।  হতাশায় নিমজ্জিত এ জেলার কৃষক। অসময় বৃষ্টি যেন কৃষকের স্বপ্ন ভঙ্গ।
 
বৃহস্পতিবার গভীর রাত থেকে অবিরাম  বৃষ্টি ও বাতাস বইতে শুরু করেছে। এ জেলায় মোট কৃষি জমির ৬৫ ভাগ জমিতেই চাষ হয় আলুর আবাদ। আর ক দিন পরেই কৃষকদের সেই কাঙ্খিত ফসল আলু ঘরে তোলার স্বপ্ন আজ দুঃস্বপ্নে রুপ নিচ্ছে। বৃষ্টির পানিতে আলুর জমি ডুবে গেছে। এভাবে দুই তিন দিন ডুবে থাকলে সব আলু পঁচে নষ্ট হয়ে যাবে। 
 
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত জেলায় সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি হয়েছে ১৭.২৬ মিলিলিটার। এ বছর জেলায় ৪০ হাজার ২৮০ হেক্টর জমিতে আলু চাষ করেছে কৃষকরা, এর মধ্যে এখন পর্যন্ত ৩০ ভাগ জমিতে আলু উত্তোলন হয়েছে। হঠাৎ করে এই বৃষ্টিতে আলুর জমিতে পানি জমে গেছে এবং অনেক সরিষা ক্ষেতের গাছ মাটিতে পড়ে গেছে। এতে করে কৃষকরা ক্ষতির সম্মুখিন হবে। যেহেতু বুষ্টি অব্যাহত রয়েছে তাই বৃষ্টি ছেড়ে যাওয়ার কয়েক দিন পর ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।