যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মিটিংয়ে অর্থপাচারের তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এরই মধ্যে একটি টাক্সফোর্স কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
রোববরা (২০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ চলছে জানিয়ে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে আমার গুরুত্ব দিচ্ছি। পাচার তো এক দিনে হয়নি তাই এই অর্থ ফিরিয়ে আনতেও সময় লাগবে।
এ সময় ডিমের দামে স্বস্তি এসেছে বলে উল্লেখ করেন ড. সালেহ উদ্দিন আহমেদ। অন্যান্য পণ্যের দামেও আশা করি দ্রুত স্বস্তি ফিরে আসবে বলে প্রত্যামা করছেন তিনি।
এদিকে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের বার্ষিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের। ২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
বায়ান্ন/একে