ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদে শিগগিরই যুক্ত হচ্ছেন নতুন মুখ

বায়ান্ন ডেস্ক | প্রকাশের সময় : সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ০১:১৬:০০ অপরাহ্ন | জাতীয়

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার শিগগিরই আরও বড় হতে চলেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজে বিশেষজ্ঞ দুজন নতুন উপদেষ্টা পরিষদে যোগ দেবেন বলে আলোচনা চলছে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগের পরিকল্পনা রয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে শৃঙ্খলা ও কাজের গতি ফিরিয়ে আনতে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দায়িত্ব দেওয়া হতে পারে। বর্তমানে আলোচনায় থাকা দুজন সম্ভাব্য প্রার্থীর মধ্যে একজন বেসরকারি মেডিকেল কলেজের সিনিয়র অধ্যাপক। অন্যদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ব্যবসা-বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টার নিয়োগ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ড. সালেহউদ্দিন আহমেদ বর্তমানে অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন, ফলে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কাজ একসঙ্গে সামাল দিতে গিয়ে তিনি চাপে রয়েছেন। এ কারণে, সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে নিযুক্ত করার কথা ভাবা হচ্ছে। সোলায়মান চৌধুরী সম্প্রতি এবি পার্টির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, ড. ইউনূস গত ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বাধীন সরকারে ইতোমধ্যে ২০ জন উপদেষ্টা যোগ দিয়েছেন। প্রথম পর্যায়ে ১৬ জন এবং পরবর্তীতে আরও ৪ জন উপদেষ্টা নিয়ে সরকার পরিচালনা চলছে। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১, যা শিগগিরই বাড়তে যাচ্ছে।