ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

ইসকন নিষিদ্ধের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাইদুর রহমান, রূপগঞ্জ | প্রকাশের সময় : শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ০৩:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর

ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে ইত্তেহাদুল ওলামা রুপগঞ্জ শাখার উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা বাস স্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জুম্মার নামাজের পর মুসুল্লিরা দলে দলে মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগদান করে সমাবেশকে জনসমাবেশে পরিনত করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মূফতি বশির উল্লাহ, ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জ শাখার সভাপতি মূফতি ইমদাদুল্লাহ হাসেমী সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে। ভারতের উসকানি ও মদদে এ ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেপ্তার করে শহীদ সাইফুল হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী সন্ত্রাসী ও জঙ্গী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে