সরকার মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব পবিত্র রমজান ও কোরবানির ঈদে ছুটি পাঁচ দিন করার পরিকল্পনা করছে। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটি তিন দিন করার প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে। এই প্রস্তাবগুলো আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে উপস্থাপন করা হবে। এ বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের বিষয়টি আলোচনার জন্য রাখা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, রমজান ও কোরবানির ঈদে ছুটি পাঁচ দিন করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ঈদের দিন এবং আগে ও পরে দু'দিন করে ছুটি নির্ধারণের পরিকল্পনা আছে। একইভাবে দুর্গাপূজার ছুটি তিন দিন করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে ঈদে তিন দিন এবং দুর্গাপূজায় এক দিন সাধারণ ছুটি রয়েছে। তবে ঈদের ছুটি কয়েক বছর ধরে নির্বাহী আদেশে এক দিন করে বাড়ানো হয়েছে, যাতে কর্মজীবী মানুষ সহজে বাড়ি ফিরতে পারেন। কিন্তু অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে ঈদ ও পূজার ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি।
এ ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রস্তাবও এই বৈঠকে উঠতে পারে বলে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৪ সালের ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও অন্যান্য সংস্থাগুলোর সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ’ অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে। প্রস্তাবিত খসড়ায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষদের জন্য ৩৫ বছর এবং নারীদের জন্য ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি এই সুপারিশ করেছে। তবে অবসরের বয়সসীমা বাড়ানোর বিষয়ে কোনো সুপারিশ দেওয়া হয়নি।
বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর এবং অবসরের বয়সসীমা ৫৯ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর বয়স পর্যন্ত চাকরিতে প্রবেশের সুযোগ রয়েছে এবং তাদের অবসরের বয়স ৬০ বছর। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রস্তাবটি গৃহীত হলে অনেক মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির তালিকার পাশাপাশি প্রত্যাগত অভিবাসী নীতিমালার অনুমোদন এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ সম্পর্কিত প্রস্তাবগুলোও গুরুত্বসহকারে আলোচনার জন্য রাখা হবে।