ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

গত ৩ নির্বাচনে সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন: বদিউল আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ০১:০৮:০০ অপরাহ্ন | জাতীয়
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার

সামনের জাতীয় নির্বাচনে নারী ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। 

নির্বাচন ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করলেও সংস্কারে আরও সময়ের প্রয়োজন বলে দাবি করছেন তিনি। 

শুক্রবার (২৯ নভেম্বর) এফডিসিতে সুষ্ঠ নির্বাচনের জন্য ইসি, প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদে এ মন্তব্য করেন তিনি। 

বৃক্ষ তার ফলে পরিচয় ,নতুন নির্বাচন কমিশন সম্পর্কে এমন মন্তব্য করে তিনি বলেন, তবে এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নাই। কারণ, গতবারের মত ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপ নাই।

ইসির পর নির্বাচনে গুরুত্বপূর্ণ অংশীজন সরকার, এর জন্য সরকারের সহযোগিতা ছাড়া একটি নিরপেক্ষ ইসিও গ্রহণ যোগ্য ভোট সম্পূর্ণ করতে পারে না বলে উল্লেখ করেন তিনি। 

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও গত তিন নির্বাচনে কেউ কেউ ইচ্ছা করে সত্য বলেনি এমন অভিযোগ তুলেছেন নির্বাচন সংস্কার প্রধান বদিউল মজুমদার। তিনি বলেছেন, আবার কাউকে কাউকে বাধ্যও করা হয়েছিল সত্য না বলতে। 

গত ৩ নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন।

বায়ান্ন/এমএমএল/একে