ঢাকা, শনিবার ১ এপ্রিল ২০২৩, ১৭ই চৈত্র ১৪২৯

গফরগাঁওয়ে দিনব্যাপী বইমেলা

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শনিবার ১৮ মার্চ ২০২৩ ০৭:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর
বই কিনি-বই পড়ি,আলোকিত সমাজ গড়ি এই শ্লোগান নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ের নিভৃতপল্লীতে দিনব্যাপী বঙ্গবন্ধু  বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের আয়োজনে এ বইমেলা হয়।
 
স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল প্রধান অথিতি হিসেবে বইমেলার উদ্বোধন করেন । মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ফাইজুস সালেহীনের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।  
মেলায় দেশের খ্যাতনামা ১৯ টি প্রকাশনিসহ ২২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এবার মেলায় ৫০ শতাংশ কমিশনে বই বিক্রি করা হয়েছে। এটি মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের বইমেলার তৃতীয় আসর। 
জানা গেছে, ২০২১ সাল থেকে পাঁচবাগ ইউনিয়নের শাঁখচ’ড়া গ্রামে শিক্ষাবিদ মুসলেহ উদ্দিন এর নামে গড়ে উঠা পাঠাগার ও ফাউন্ডেশন এই বই মেলার আয়োজন করে থাকে।একই সাথে উপজেলা ব্যাপী জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়ে থাকে।  
শিক্ষাবিদ মুসলেহ উদ্দিন এর কনিষ্ঠ সন্তান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন,‘আলোকিত মানুষ ও আলোকিত সমাজ গড়ে তুলতে আমার বাবার নামে প্রতিষ্ঠিত পাঠাগার ও ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।’
বঙ্গবন্ধু বই মেলায় প্রধান অতিথি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন,‘ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলার প্রত্যয়ে কাজ করছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়ে তুলতে। সেজন্য তিনি শিক্ষিত জাতি গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। 
তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে আরো বলেন,স্মার্ট বাংলাদেশ নির্মাণে সবাইকে আরো বেশী বেশী বই পড়তে হবে।
আজকের এই বঙ্গবন্ধু বইমেলা নতুন পাঠক তৈরী করবে।