ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বাঁশখালীতে মাছ ধরতে গিয়ে জলাশয়ে মিলল যুবকের লাশ

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের বাঁশখালীতে মাছ ধরতে গিয়ে জলাশয়ে মিলল মোহাম্মদ আরিফ (৩২) নামে এক যুবকের লাশ। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসী ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের কোনাখালী বিলের জলাশয় থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও এলাকাবাসী দুর্ঘটনায় মৃত্যু দাবী করে লাশ থানায় আনতে দেয়নি। লাশের শরীরে আঘাতের কালো কালো দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। নিহত মোহাম্মদ আরিফ বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের হাজী কালামিয়া পাড়ার মৃত আবদুর রহিমের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার রাতে ছনুয়া কোনাখালী বিলে জাল নিয়ে মাছ ধরতে যায় মোহাম্মদ আরিফ। সকালে বিলের জলাশয়ে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পুর্বেই এলাকাবাসী লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। রবিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও থানায় লাশ নিতে দেয়নি আত্মীয় স্বজনরা। ফলে ময়নাতদন্ত ছাড়াই বিকেলে যুবকের লাশ দাফন করা হয়। নিহতের চাচাতো ভাই ছরওয়ার উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রথমে কেউ আরিফকে হত্যা করেছে সন্দেহ করা হলেও পরে সবাই নিশ্চিত হয়েছে কোন দুষ্টু জ্বীনের কারণ অথবা বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বাহাদুর আলম জানান, নিহতের হাতে আঘাতের চিন্হ রয়েছে। পুলিশ লাশ নিতে চাইলেও পরিবারের সদস্যরা মামলা বা অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

 

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, 'মাছ ধরতে গিয়ে মোহাম্মদ আরিফ নামে একজনের মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।