কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলার আসামী ধরতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছে র্যাব-১৫ এর একটি টিম।
রবিবার সকালে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বিকালে র্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চকরিয়া থানার দুটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামী চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনার রেজাউল করিম (২৯), নেজাম উদ্দিন (৩৪) এবং জাহাংগীর আলম (৩৫) দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে আসামীরা চকরিয়ার সওদাগরঘোনা এলাকায় অবস্থান করছে।
তাদের ধরতে রবিবার সকালে অভিযানে যায় র্যাব-১৫। র্যাবের উপস্থিতিতে টের পেয়ে আসামী নেজাম উদ্দিনের নেতৃত্বে আসামীদের আত্বীয়স্বজনসহ এলাকার দেড় হাজার নারী-পুরুষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা করে।
এমতাবস্থায় নিজেদের আত্মরক্ষা ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি রোধে র্যাব অভিযান থেকে সরে এসে ইউনিটে ফেরত যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতর্কিত হামলা এবং সরকারি কাজে বাধা প্রদান করায় আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে র্যাব।
রাত ৯টা পর্যন্ত কোন মামলা হয়নি বলে চকরিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী নিশ্চিত করেন।
মোহাম্মদ উল্লাহ,চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ।।
০১৫৫৪৪৩৩২২৩, ০১৬১৩৩৩২২২৯।।
৩১-১২-২০২৩
চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোহাম্মদ উল্লাহ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ।।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পানিতে ডুবে দুই বছর বয়সী ইসমা বেগম নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল চারটার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাইস্কুলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ইসমা ওই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন। তিনি বলেন, রোববার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশু ইসমা বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। পরে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্য শিশুকে উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ উল্লাহ
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
০১৫৫৪৪৩৩২২৩, ০১৬১৩৩৩২২২৯।।