চট্টগ্রামের সিভিল সার্জন হলেন বাঁশখালীর কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এর আগে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ছিলেন। বাঁশখালীর সরল গ্রামের মোস্তাফিজুর রহমানের সুযোগ্য সন্তান ডাক্তার জাহাঙ্গীর আলম এর আগে বাঁশখালী ও পেকুয়া সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার এবং কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ চুড়ান্ত করা হয়। বাঁশখালীর সন্তান ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রামের সিভিল সার্জন হওয়ায় বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, ভারপ্রাপ্ত সেক্রেটারী আবদুল মতলব কালু, প্রেসক্লাব কর্মকর্তা অধ্যাপক মো: ইলিয়াস, গোলাম শরীফ টিটু, সিপ্লাস টিভি ও আমার সংবাদ প্রতিনিধি জসিম উদ্দিন, একুশে পত্রিকা ও সময়ের আলো প্রতিনিধি বেলাল উদ্দিন, দৈনিক আজাদী প্রতিনিধি মোহাম্মদ এরশাদ, সকালের সময় প্রতিনিধি দিদার হোসাইন ও বিজয় টিভির চট্টগ্রাম প্রতিনিধি দিদারুল আলম প্রমুখ ডাক্তার জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানানোর পাশাপাশি ড. ইউনুসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।