ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম-১৩ আসনে চতুর্থ বারের মতো বিজয়ী হলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ৭ জানুয়ারী ২০২৪ ০৯:৫৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এক লক্ষ একাশি হাজার সাতশত চৌরাশী ভোট বেশি পেয়ে  টানা চতুর্থ বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হলেন ।

 

আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা ও কর্ণফুলীর ১১৮ টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নৌকা প্রতীকে পান ১,৮৭,৯২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) মাস্টার মুহাম্মদ আবুল হোসেন পেয়েছেন ৫,১৪১ ভোট। জাতীয় পার্টি (লাঙ্গল) আবদুর রব চৌধুরী টিপু পেয়েছেন ৩,৩০৬ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন পেয়েছেন ১,৬৬৮ ভোট, তৃণমূল বিএনপি (সোনালি আঁশ) মকবুল আহম্মদ চৌধুরী সাদাদ পেয়েছেন ৮৩৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) মোহাম্মদ মঈন উদ্দীন পেয়েছেন ৬১৩ ভোট আর বাংলাদেশ আন্দোলন মৌলবি রশিদুল হক বটগাছ পেয়েছেন ৫৫১ ভোট।

জয়ের প্রতিক্রিয়ায় নতুন সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, এই বিজয় উন্নয়নের।  এই বিজয় জনগনের। আমি জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করবো।