ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম-১৫: নৌকায় নদভীর হ্যাট্টিক গড়তে স্ত্রীর পর পাশে কন্যা জাইমা তারান্নুম

জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া (চট্টগ্রাম) | প্রকাশের সময় : বুধবার ৩ জানুয়ারী ২০২৪ ০৬:৩০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের দ্বাদশ সংসদ নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী ড. প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর রাজনীতির মাঠে পাশে ছিলেন সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরী।এবার স্ত্রীর পর নৌকার হ্যাট্টিক নিশ্চিত করতে নদভীর পাশে দাঁড়ালেন কন্যা জাইমা তারান্নুম।প্রত্যন্ত অঞ্চলে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাচ্ছেন বাবার জন্য।মায়ের সাথে যাচ্ছেন নির্বাচনী প্রচার-প্রচারণার বিভিন্ন কর্মসূচিতেও।

 

নদভী চট্টগ্রাম-১৫ আসনের টানা দুইবারের সংসদ সদস্য।নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দুইবার সংসদ নির্বাচিত হওয়ার পর টানা তৃতীয়বার নৌকা প্রতীক পেলেও এবার তুলনামূলক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখিতে আছেন বলে মনে করছেন অনেকে।নদভীর রাজনীতিতে সবসময় পাশে ছিলেন সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরী।মহিলা আওয়ামীলীগের নেতৃত্বে থেকে স্বামীর হাতকে শক্ত করে রাখতেন রিজিয়া রেজা চৌধুরী।এবার স্বামীর কঠিন মুহুর্তে হ্যাট্টিক অর্জনে স্বামীর প্রধান নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রিজিয়া রেজা চৌধুরী।হাট্টিক অর্জনে সবসময় পরামর্শ দিয়ে পাশে আছেন তিনি।তবে এবার রিজিয়া রেজার পর বাবার হ্যাট্টিক নিশ্চিত করতে আটঘাট বেঁধে মাঠে নামলেন নদভীর কন্যা জাইমা তারান্নুম।নির্বাচন কার্যক্রমের শুরু থেকে মাঠে দেখা না গেলেও শেষের দিকে এসে নির্বাচনের মাঠে বাবার জন্য কাজ করছেন জাইমা।আসনটির বিভিন্ন ইউনিয়ন,এলাকায় এলাকায় গিয়ে ভোট চাইছেন তিনি।

 

ড. প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) থেকে নৌকা প্রতীকে টানা দুইবার সাংসদ নির্বাচিত হন।তৃতীয় বারের মতো নৌকা দিয়ে সংসদে যেতে চান তিনি।এদিকে নদভীর হ্যাট্টিক ভাঙ্গতে আটঘাট বেঁধে ঈগল প্রতীকে সমানতালে মাঠে নেমেছেন সদ্য সাবেক সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি।আসনটিতে সাতজন প্রার্থী থাকলেও মূলত হাড্ডাহাড্ডি লড়াই চলছে উভয়ের মধ্যে।দলীয় লড়াইয়ের কারণে অনেকটা কঠিন হয়ে পড়েছে নদভীর হ্যাট্টিক ও মোতালেবের চমক চ্যালেঞ্জ।চ্যালেজ্ঞ মোকাবেলায় চলছে উভয়ের সমানতালে প্রচার প্রচারণা ও কার্যক্রম।নদভীর পাশে যেমন স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী মহিলাদের মধ্যে প্রচার প্রচারণা চালাচ্ছেন,তেমনি মোতালেবের পক্ষে মহিলাদের মাঝে প্রচার প্রচারণায় কাজ করছেন উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আঞ্জুমান আরা।হাড্ডাহাড্ডি লড়াইয়ে আসনটিতে হ্যাট্টিক নাকি নতুন চমক জানা যাবে আগামী ৭ জানুয়ারি ভোটের পর।

 

প্রসঙ্গত: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন।নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।