
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট(অনূর্ধ্ব ১৭) এর বালিকা দলে রাজৈর উপজেলা বালিকা দলকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে শিবচর উপজেলা বালিকা দল।শুক্রবার(২৪ জানুয়ারি) সকালে জেলার আছমত আলী খান স্টেডিয়ামে রাজৈর ও শিবচরের মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শিবচর উপজেলা থেকে খেলায় অংশে নেয়া অনূর্ধ্ব ১৭ বালিকা দল রাজৈর উপজেলা বালিকা দলকে ৪-০ গোলে পরাজিত করে। শুক্রবার সকালে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলা ঘিরে শিবচরের দর্শকদের মধ্যে তৈরি হয় অন্যরকমের উদ্দীপনা। মুহুর্মুহ গোলে এগিয়ে থাকে শিবচরের বালিকারা। নির্ধারিত সময় শেষে শিবচর উপজেলা বালিকা দল ৪ গোল করে বিজয়ী হয়। অন্যদিকে রাজৈর উপজেলা দল ০ গোলে পরাজিত হয়।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টায় আছমত আলী খান স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পারভীন খানম জানান,'আমাদের বালিকাদের ফুটবল খেলা সত্যিকার অর্থেই অসাধারণ। আমাদের দল সেমিফাইনালে রাজৈরকে হারিয়ে ফাইনাল খেলবে। আমরা আনন্দিত।'
বায়ান্ন/ইএ/আর এস