ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০শে অগ্রহায়ণ ১৪৩১

দৈনিক বায়ান্ন পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি বসির আহাম্মেদ এর পুত্র নিশাদের প্রথম রোজা পালন

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৩ মার্চ ২০২৪ ০৩:২০:০০ অপরাহ্ন | দেশের খবর

দৈনিক বায়ান্ন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ এর পুত্র নিশাদের প্রথম রোজা পালন। সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র তাহফিম আহাম্মেদ নিশান (৭) প্রথম রোজা পালন করে। নিশাদ ঝিনাইদহের সাংবাদিক বসির আহাম্মেদ এর পুত্র। প্রথম রোজা রাখবে বলে ২০ রাকাত তারাবী নামাজ আদায় করে। নিশাদের ইচ্ছায় জীবনের প্রথম রোজা পালন শেষে ইফতার করলেন বিষয়খালী দক্ষিণপাড়া  পুরাতন জামে মসজিদে ৮০ জন রোজাদারদের সাথে। নিশাদ এর জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন তার দাদা-দাদী, নানা-নানি, পিতা-মাতা, চাচা-ফুপু, ভাই-বোন,খালা-খালু, সহ আত্মীয় স্বজনেরা। এছাড়াও দোয়া কামনা করেছে দৈনিক বায়ান্ন পরিবারের সকল সদস্য।