চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ব্রাইট বাংলাদেশ ফোরামের তত্বাবধানে, দ্বাদশ জাতীয় সংসদের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের অংশগ্রহনে যুব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত কনফারেন্স এ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম ৯ আসনের ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক শহীদুল আলম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১ আসনের এমদাদ হোসেন চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী চট্টগ্রাম ২ আসনের মীর ফেরদৌস আলম সেলিম এবং বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী চট্টগ্রাম ২ আসনের মোহাম্মদ হামিদ উল্লাহ। ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সের মূল পর্ব সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন অধ্যাপক এ বি এম আবু নোমান। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের পরিচালক নাসরিন সুলতানা খানম। চট্টগ্রামের বিভিন্ন প্রান্তের প্রায় ৫০০ জন্য যুব সদস্যের অনলাইন এবং অফলাইন মতামতের ভিত্তিতে প্রস্তুতকৃত ‘ইয়ুথ ম্যানিফেস্টো’ প্রার্থীদের সামনে তুলে ধরা এবং বিভিন্ন রাজনৈতিক দলীয় প্রার্থীদের নির্বাচনী ইশতিহারে তাদের দাবিগুলোর অন্তর্ভূক্তিকরনই এই কনফারেন্সের মূল উদ্দেশ্য। উক্ত কনফারেন্সে চট্টগ্রামের বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহন করেন। ৮ টি নীতিগত ক্ষেত্র তথা- শিল্পোদ্যোক্তা ও যুব উন্নয়ন, খাদ্য ও সামাজিক সুরক্ষা, সরকারি পরিসেবা, শিক্ষা ও তথ্য প্রযুক্তি, নাগরিক অধিকার, দায়িত্ববোধ ও ন্যায়বিচার, নগর পরিকল্পনা, পরিবেশ সুরক্ষা এবং স্বাস্থ্য সেবা’র উপর ভিত্তি করে মোট ৩৫টি দাবি নিয়ে যুবরা এই ম্যানিফেস্টোটি প্রস্তুত করেছে। কনফারেন্সের মূল পর্বে যুব সদস্যরা প্রার্থীদের নির্বাচনী ইশতিহারে তাদের দাবি দাওয়াগুলো সমন্বয় করার জন্য ‘ইয়ুথ ম্যানিফেস্টো’ উপস্থাপন করেন। উপস্থিত রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতিহারে যুবদের দাবি দাওয়া গুলো সন্নিবেশিত করার এবং নির্বাচিত হলে ইশতিহারে উল্লেখিত বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরও বলেন, দেশ গড়ার কাজে যুব শক্তিই যে অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং রাজনৈতিক ব্যাক্তিত্বদের অনুপ্রাণিত করতে পারে এই কনফারেন্সই তার প্রকৃস্ট উদাহারন। তারা যুবদের এই কন্ঠস্বরকেই পরিবর্তনের মূল চালিকা শক্তি বলে তাদের বক্তব্যে উল্লেখ করেন। অসম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ বিনির্মানে রাজনৈতিক দলগুলোর সাথে সাথে যুব সদস্যদের এগিয়ে আসতে হবে বলিষ্ঠ পদক্ষেপে তবেই তাদের দাবি আদায়ের পথটা সহজ হবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন। সর্বশেষ ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের যবনিকাপাত ঘটে।
উল্লেখ্য, একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় বিবিএফ ‘লোকাল রাইটস প্রোগ্রাম’ এর মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নারীর প্রতি সহিংসতা রোধ, দুর্যোগ ঝুকিঁ প্রশমন, জলবায়ুর সুবিচার, টেকসই জীবিকায়নের সুযোগ বৃদ্ধি, যুব সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্যে শিশু এবং যুব সম্প্রদায়ের নেতৃত্বের গুণাবলী
বিকশিত করনের মাধ্যমে তাদের সংগঠন সমূহের কাঠামো সুদৃঢ়করনে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।