নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ ৩০ জানুয়ারী রবিবার সকাল আনুমানিক ১১ টার সময় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
কোভিড টিকা কেন্দ্রের কাছের ড্রেনে পাশ থাকে কাগজ টোকানোর সময় বাচ্চারা প্রথম নবজাতকের মরদেহ দেখতে পায়, বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয়রা জানায় থানায়।
এছাড়াও হাসপাতালে ভর্তি মহিলা ওয়ার্ডের রোগীরা জানায় রাতে মহিলা ওয়ার্ডের ৫ নং বেডের এক রোগী অনেক সময় টয়লেটে ছিল।
অনেক ডাকাডাকির পরেও তারা দরজা খোলেনি। ঐ রোগী তলপেটে ব্যাথা নিয়ে হাসপাতালে এসেছিল বলে জানায় পাশের রোগীরা ও হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মরদেহটি উপজেলা প.প কর্মকর্তার অফিসের ৩-৩৫ ফুট পশ্চিমে নর্দমায় পাওয়া যায় সদ্যজাত মেয়ে শিশুর গলাকাটা মরদেহ।
পরে, নাগরপুর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়। আইনগত পদক্ষেপ চলমান রয়েছে বলে জানায় থানা পুলিশ।