ঢাকা, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯শে ভাদ্র ১৪৩১

নড়াইলে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ ০৭:০৩:০০ অপরাহ্ন | খেলাধুলা

নড়াইলে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান।

 

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ ফুটবল প্রশিক্ষণ দেয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস,কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু, ফুটবল উপকমিটির সম্পাদক শাহরিয়ার পারভেজ উজ্জ্বল, এগিয়ে চলো ফুটবল একাডেমির পরিচালক ও কোচ সেলিম জমাদ্দারসহ অনেকে।

 

জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান বলেন, তৃণমূল থেকে প্রতিভাবান ক্ষুদে ফুটবলার বের করার লক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকা থেকে ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে।