ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

প্রবাসে থেকেও মামলার আসামি ফেনীর ৩ রেমিটেন্স যোদ্ধা

এমরান পাটোয়ারী, ফেনী | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ০৪:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর

প্রবাসে থেকেও ৪ আগষ্ট ফেনীর মহিপালে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় আসামি হলেন সোনাগাজীর ৩ রেমিটেন্স যোদ্ধা। এঘটনায় ওই প্রবাসীদের পরিবারের সদস্যদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলনে ৪ আগষ্ট মহিপালে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গত ১৮ নভেম্বর ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন সেনবাগ উপজেলার লক্ষিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজি চালক আবদু রব। ফেনী থানায় মামলা নং- ৪৩। এ মামলায় ১৪২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়। 

মামলার ১১১নং সিরিয়ালে আসামি করা হয়েছে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারি গ্রামের মো: হানিফের ছেলে সৌদি প্রবাসী রিয়াদকে। তার পরিবারের দাবি, গত ৫ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছে সে।  

এ মামালায় ১১৭নং সিরিয়ালে আসামি করা হয়েছে একই গ্রামের মো: ইদ্রিস মিয়ার ছেলে বিশ্বাসকে। গত তিন বছর ধরে তিনিও সৌদি আরবে অবস্থান করছেন বলে দাবি পরিবারের।

অপরদিকে একই ইউনিয়নের আড়কাইম গ্রামের আবু আহম্মদের ছেলে নাছির উদ্দিনকেও একই মামলার ১০১ নং সিরিয়ালে আসামি করা হয়েছে বলে জানা গেছে। 

তার পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে সেও জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছে। 

বিদেশে থেকেও কিভাবে আসামি হয়েছে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, বিদেশে থেকে কেউ আসামি হয়েছে কিনা আমার জানা নেই। বাদীর এজাহার পেয়ে মামলাটি রেকর্ড করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।

বায়ান্ন/প্রতিনিধি/একে