'সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে ৭৫ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
ফটিকছড়ি সদর বিবিরহাটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নাজিরহাট পৌরসভার প্যাণেল মেয়র মো: আলী। প্রধান আলোচক ছিলেন- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম সম্পাদক, সাংবাদিক মো: এমরান হোসেন (এমরান ফরহাদ)। সংগঠনের উপজেলার সহ- সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে ও সেক্রেটারী
মো. ফরহাদ উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দীন সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক মো. সাহাবুদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাদের প্রমুখ।
সভায় বক্তারা ফিলিস্তিনসহ বিশ্বের সকল নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান।