
পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষির উৎপাদন বাডাতে হবে । বর্তমান সরকার কৃষিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে । বাংলাদেশের জিডিপিতে কৃৃষির বৃৃহৎ ভূমিকা রয়েছে। করোনা মহামারির কারণে জাতিসংঘ দূর্ভিক্ষের আশংকা করলেও আমাদের দেশের কৃৃষি দ্রব্যমূল্যস্ফীতি আতিক্রম পর্যন্ত করেনি। এটা কিন্তু সরকারের বড় সফলতা। কোভিট মোকাবেলায় বাংলাদেশ বিশে^ দৃষ্টান্ত স্থাপন করেছে যা সারা বিশে^ ৫ম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম। এছাড়া সব ধরনের উন্নয়ন সূচকে বাংলাদেশ এশিয়ার বৃহৎ দেশসমূহকে পেছনে ফেলে দৃটান্ত দেখিয়েছে। যা মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বের জন্য সম্ভব হয়েছে। কৃষির অর্থনৈতিক স্থীতিশীলতা ছাড়া জাতীয় অর্থনৈতিক স্থীতিশীলতা সম্ভব নয়। আর এজন্য কৃষির উৎপাদনশীলতা বাড়াতে হবে এবং কৃষিতে ব্যাপক গবেষণার উদ্যোগ নেয়া প্রয়োজন। কৃষির একাডেমিক কোর্সগুলো মাঠের সাথে তাল মিলিয়ে ভূমি, খাদ্য ও ভবিষ্যতের জন্য টেকসই এবং স্মার্ট কৃৃষি’ প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বাউরেস বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালার উদ্বোধন কালে শনিবার ( ১৮ মার্চ) সকালে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান এবং ফুড এন্ড এগ্রিকালচার অরগানাইজেশন (ফাউ)-বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল উপদেষ্টা ড. কাতারজিনা জাপলিনা। অনুষ্ঠানে প্রান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, স্বাগত বক্তব্য রাখেন বাউরেস এর সহযোগী পরিচালক প্রফেসর ড.একেএম মমিনুল ইসলাম। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গবেষণা মূল্যায়নের আন্তার্জাতিক মানদন্ড এইচ-ইনডেক্সের উপর ভিত্তি করে সেরা ১৭ গবেষককে গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়, এর মধ্যে সর্বোচ্চ স্কোরধারী ৫ জন এবং অনুষদভিত্তিক একজন করে সিনিয়র ও জুনিয়র শিক্ষকসহ মোট ১২ জনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার কর কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য খামার পর্যায়ের ৬ জন উদ্যোক্তাকে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃৃতি কৃষি পুরস্কার-২০২২’ প্রদান ন করা হয়।#