ঢাকা, শুক্রবার ৪ অক্টোবর ২০২৪, ১৯শে আশ্বিন ১৪৩১

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত রাজমিস্ত্রির চারদিন পর মৃত্যু

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে ভবনে কাজের সময় অসতর্কতাবশত বিদ্যুৎ স্পৃষ্টে গুরতর আহত মোঃ হোছেন (২৩) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় চারদিন পর মৃত্যু হয়। নিহত রাজমিস্ত্রি মোঃ হোছেন বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ভাদালিয়া ১নং ওয়ার্ডের হাজ্বী আব্দুল কাদের সিকদার বাড়ীর কবির আহমদের পুত্র। গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাঁশখালীর কালীপুর ইউনিয়নের হইট্টালতল পালপাড়া এলাকায় পলাশ সুশীলের ভবনে কাজ করতে গিয়ে সে দূর্ঘটনার শিকার হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি দেওয়া হয়।

 

হাসপাতাল সূত্র জানায়, বিদ্যুৎ স্পৃষ্টে মো: হোসেনের শরীরের প্রায়ই ৬০ শতাংশ পুড়ে ঝলসে যায়। সর্বশেষ চিকিৎসাধিন অবস্থায় গত সোমবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের আত্মীয় স্বজনরা জানান, মোঃ 'হোছেন ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চমেকে নিয়ে এলে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত  করে জানান, 'নিহতের পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর চেয়ে বাঁশখালী থানা থেকে পাঁচলাইশ থানা বরাবর একটি লিখিত তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।