বাঁশখালীতে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করায় বাদী পরিবারের সদস্য মাওলানা বেলাল উদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত মাওলানা বেলালকে প্রথমে বাঁশখালী সরকারী হাসপাতাল ও পরে মাতৃসদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাওলানা বেলাল উদ্দিন জালিয়াঘাটা এলাকার মৃত আনোয়ারুল ইসলামের পুত্র। গত মঙ্গলবার বেলাল উদ্দিনের চাচাত ভাই মোহাম্মদ আমিন চৌধুরী সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ও তার চাচা চেয়ারম্যান রশিদ আহমদের বিরুদ্ধে মামলা করায় এবং মাওলানা বেলাল ওই মামলার স্বাক্ষী হওয়ায় ক্ষীপ্ত হয়ে সাবেক এমপি মোস্তাফিজ ও চেয়ারম্যান রশিদের লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মাওলানা মুফতি বেলাল উদ্দিন নিজ বাড়ি থেকে বের হয়ে জালিয়াঘাটা গোদারপাড় এলাকায় পৌঁছলে পুর্ব থেকে ওৎ পেতে থাকা মেম্বার রশিদের বড় ভাই বাদশা ও হারুনের নেতৃত্বে সন্ত্রাসীরা লাটিসোটা নিয়ে মাওলানা বেলালের উপর হামলা চালায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার মঙ্গলবার মাওলানা বেলালের চাচাত ভাই মোহাম্মদ আমিন চৌধুরী মোস্তাফিজ ও চেয়ারম্যান রশিদের বিরুদ্ধে মামলা করায় ক্ষীপ্ত হয়ে এই হামলা চালিয়েছে। মাওলানা বেলাল বাদী পরিবারের সদস্য এবং স্বাক্ষী হওয়ায় সন্ত্রাসীরা তার উপর ক্ষীপ্ত ছিল।
বাঁশখালী থানার ওসি সুধাংশু শেখর হালদার জানান, এই বিষয়ে খবর পেয়েছি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।