ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
উপদেষ্টা নাহিদ

বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে থাকার সুযোগ নেই

রিয়াদ হাসান | প্রকাশের সময় : শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ০১:০২:০০ অপরাহ্ন | জাতীয়

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বেসরকারি টিভি চ্যানেল ২৪-কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, তারা (আওয়ামী লীগ) একটা গণহত্যা করেছে। তাদের সত্যটা স্বীকার করতে হবে। তাদের বিচারে অংশগ্রহণ করতে হবে। বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নৈতিক ও রাজনৈতিকভাবে মাঠে থাকার কোনো অধিকার ও সুযোগ নেই।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে, সেগুলো পর্যালোচনা হবে। অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা এবং বিভিন্ন কর্পোরেটদের যে মালিকানার বিষয় রয়েছে- সেগুলো আলোচনা-পর্যালোচনা করে জনমতের মাধ্যমে একটি রূপরেখা করার চেষ্টা করবো।

গণমাধ্যমকর্মীরা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে গণমাধ্যম চর্চা করতে পারেন সেটার জন্য পদক্ষেপ নেয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, মানুষের যে জন-আকাক্সক্ষা, সেটির প্রতি সরকার দায়বদ্ধ-কোনো দলের প্রতি না। সংস্কার কমিশনগুলোর যে রিপোর্ট আসবে, সেই রিপোর্ট অ্যানালাইসিস করে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রূপরেখার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।

বায়ান্ন/আরএইচ/একে