ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ০২:৪০:০০ অপরাহ্ন | দেশের খবর

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী ডিফেন্স এক্স-সোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসদরের বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে ফের মুক্তিযোদ্ধা চত্বরে এসে শেষ হয়। এরপর মুক্তিযোদ্ধা তৃতীয় তলায় একটি হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার সৈয়দ আমির আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেজর আবদুল্লাহ আল ইমরান (পি এস সি, এম এস সি, এমবিএ, -(R) বীর (অব:)।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বোয়ালমারী উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম রসুল, বোয়ালমারী থানার তদন্ত অফিসার মো. মুজিবুর রহমান। 

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুর রাজ্জাক (অব:) উপদেষ্টা মন্ডলীর সদস্য, ওয়ারেন্ট অফিসার মো. সাইফার রহমান (অব:) উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সার্জেন্ট মো: জালাল উদ্দীন (অব:) উপদেষ্টা মন্ডলীর সদস্য, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইলিয়াস হোসেন শেখ (অব:) সভাপতি বোয়ালমারী উপজেলা,সার্জেন্ট মো: নুর ইসলাম মোল্লা (অব) সাধারণ সম্পাদক, বোয়ালমারী উপজেলা, সার্জেন্ট মো: শহিদুল ইসলাম আলম (অব), ল্যান্স কার্পোরাল মো: আলী রেজা মিয়া (অব:) সভাপতি বোয়ালমারী পৌর সভা, সার্জেন্ট মো: জাহাঙ্গীর হোসেন (অব:) সাধারণ সম্পাদক বোয়ালমারী পৌর সভা। 

এ সময় সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত বিভিন্ন শ্রেণির কর্মকর্তাসহ প্রায় শতাধিক সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা  করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্জেন্ট জাহিদুল ইসলাম (অব:)।

উল্লেখ, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা শেষ করা হয়।

বায়ান্ন/প্রতিনিধি/একে