ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ ০৯:৪১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দুই জেলের। মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে সদর উপজেলার তিতাসপাড়ের কাঞ্চনপুর এলাকায় ঘটে এই মর্মান্তিকতা। নিহতেরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ধরনী দাসের পুত্র দিশু দাস (৫৯) ও গৌরাঙ্গ দাসের পুত্র রবীন্দ্র চন্দ্র দাস (৩৭)।

 

 

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিত্যতিনের ন্যায় মঙ্গলবার ভোররাতে তিতাস নদীতে মাছ ধরতে যায় কাঞ্চনপুর গ্রামের দুই জেলে দিশু এবং রবীন্দ্র। নদীতে মাছ ধরার এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেই মাছ ধরছিলেন দিশু ও রবীন্দ্র। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর নামক স্থানে বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই দু'জন মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের স্বজনরা দু'জনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

 

 

মাছিহাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলামিনুল হক পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'কাঞ্চনপুরের দুই জেলে রবীন্দ্র ও দিশু দাস ভোরে তিতাস নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার সময় থেকেই বৃষ্টি পড়ছিলো। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে দু'জনই বজ্রাঘাতে মারা যান।'