মুরাদনগরে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও নিরীহ মানুষদের উপর জুলুম বন্ধে এবং দলমত নির্বিশেষে মুরাদনগর উপজেলায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাড়ে ৬ লক্ষাধিক জনগনের কাছে খোলা চিঠি লিখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)।
মুরাদনগর উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে জনগনের কাছে পৌছে দেয় উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা বাজারে বিএনপির লিফলেট বিতরণ কার্যক্রম চলে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঞা, নজরুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক), সোহেল হাসান বাবু (সদস্য), খায়রুল আহসান, (আহবায়ক, ছাত্রদল),আবদুল্লাহর আল নোমান, (আহবায়ক, কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজ), ওমর ফারুক, (সদস্য ছাত্রদল) অ্যাড. মো. মহসিন,,আবদুর রৌফ মাস্টার, মাসুদুল ইসলাম ভূঞা, সাইখুল ইসলাম মাস্টার, বাবুল মিয়া, জহিরুল ইসলাম শাহিন, আনিস মিয়া, আল আমিন, ছগির আহমেদ প্রমুখ।
চিঠিতে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাচঁ বারের সাবেক সংসদ সদস্য কায়কোবাদ লিখেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিগত ১৬টি বছর গুম, খুন, জেল-জুলুম-নির্যাতন থেকে মুক্তি পেয়ে আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ২০০৯ সালে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সাজানো মিথ্যা মামলায় জড়িয়ে ২০১০ সাল থেকে আমার প্রিয় মুরাদনগরবাসীর নিকট থেকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু সুদূর প্রবাসে থেকেও মুরাদনগরের নির্যাতিত সকল মজলুম জনতার সার্বক্ষণিক খোঁজ খবর আমি রেখেছি।
বায়ান্ন/এসএ