
রংপুরের পীরগাছায় কলাবাগান নামক স্হান থেকে শের আলী (৫৪) নামে এক ব্যক্তির গলাকাটা অবস্হায় মরদেহ সন্ধান পায় পুলিশ।শনিবার (১৮ মার্চ) দুপুরে এমরদেহ পুলিশ উদ্ধার করেন।নিহত শের আলী (৫৪) ওই এলাকার মৃত মানিক উল্ল্যার ছেলে।
পুলিশ জানায়, সকালে উপজেলার ব্রাহ্মণীকুণ্ডা বাজারের পূর্বপাশের একটি কলাক্ষেতে গলাকাটা অবস্থায় শের আলীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের দাবি জমিজমা সংক্রান্ত জেরে তাকে গলা কেটে হত্যার পর মরদেহ কলাবাগানে রেখে যায় প্রতিপক্ষের লোকজন।
রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।