ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রাজনীতির দাবার চালে নৌকা বিহীন চট্টগ্রাম ৮আসন

নিজস্ব প্রতিবেদক/প্রণয় দাশ গুপ্ত শিমুল | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ ডিসেম্বর ২০২৩ ০৪:৫৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
সামনে যতই দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় নির্বাচন।রাজনীতির সমীকরণ যেন কোনভাবেই মিলছে না।এরি মধ্যে শেষ হয়েছে মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ দেওয়া। অনেকে নৌকার টিকেট হাতে পেয়েও হারিয়েছেন, আবার অনেক হেভওয়েটরা নৌকার মাঝি হতে না পেরে ক্ষোপ ঝেড়েছেন স্বতন্ত্রে।
রাজনীতির গাণিতিক সূত্রের কারণে অনেক আসন এখন নৌকা শূন্য।যার কারণে ক্ষমতাসীন আওয়ামিলীগের অনেক নেতা কর্মী এখন দিশেহারা।চাইলেও মনখুলে দলের জন্য কাজ করতে পারছে না তারা।মনের ক্ষোপও প্রকাশ করেছেন অনেকে।নতুন এক দ্বিধা দ্বন্ধ যেন এখন তাদের মনের খোরাক।আসন বন্টনের হিসাব নিকাশে এরি মধ্যে নৌকা হারিয়েছে চট্টগ্রাম ৮আসন।এককথায় বলতে গেলে রাজনীতির দাবার চালে নৌকা শূন্য এখন চট্টগ্রাম ৮আসন।তারপর ও নৌকার শূন্যতা এড়াতে ৮আসনে স্বতন্ত্র হয়ে লড়ছেন ক্ষমতাসীন দলের ই হেভিওয়েট দুইপ্রার্থী সালাম আর বিজয়।এইদিকে ভাগ বন্টনের রাজনীতির খেলায় নৌকাকে সরানোর পর সম্পূর্ণ মজা লুটছেন জাতীয় পার্টির সোলাইমান। ৮ আসনে শেঠের খবরদারী আগে থেকে না থাকলেও নৌকার দিয়ে আসা পালের বাতাসে যেন গা জুড়িয়ে নিচ্ছেন তিনি।মাঠে ঘাঠে কোমর বেঁধে  নির্বাচনী প্রচারনায় এখনও না নামলেও অফিসে বসেই নিজের দলের কর্মীদের নিয়ে নির্বাচনে জয়ের ছক আকঁছেন তিনি।অন্যদিকে কর্মবীরখ্যাত সালাম নির্বাচনের আনন্দের রব তোলার জন্য ব্যানার পেস্টুনে ঢেকেছেন নিজ আসনের অলিগলি।প্রচার প্রসারে পিছিয়ে নেই জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিজয় কুমার।নিজ জন্মস্থান বোয়ালখালী হওয়াতেই ঐইটাকেই পুঁজি করছেন তিনি।নির্বাচনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন বোয়ালখালীর প্রতিটি ইউনিয়নের অলিগলি। ভোটারদের ভোটকেন্দ্রমুখি করার জন্য ব্যবহার করছেন সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের পরিচিতিকে।নির্বাচনকে উৎসবমুখর করার জন্য নিজের নাম ও মার্কাকে গানের ছন্দে ব্যবহার করে নিজ নির্বাচনী এলাকায় নামিয়েছেন মাইক দিয়ে গাড়ির বহরও।৮আসনে নৌকার শূন্যতা ভুলাতে ওয়ান বাই ওয়ান টাচ"থিওরি প্রয়োগ করছেন এই জননেতা।নির্বাচনে জনগণের সারা জাগাতে ৮আসনের সকল প্রার্থী এখন যেন নির্বাচনি প্রচার যুদ্ধে।সকল প্রার্থীর প্রচারের মূল অস্ত্র যেন কালুরঘাট সেতু। যেটি কিনা বোয়ালখালীবাসির প্রাণের দাবি।আর সেটিকেই পুঁজি করে যেন জমে উঠেছে চট্টগ্রাম ৮আসনের নির্বাচনের মাঠ।এখন শুধু অপেক্ষার প্রহর গুণছে সাধারণ জনগণ দেখতে চাইছে কে হচ্ছে নৌকা শূন্য এই আসনের নতুন অভিভাবক যার হাত ধরে বাস্তবায়নে রুপনিবে জনগণের সকল প্রাণের দাবি।