ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

শান্তিপূর্ন পরিবেশে শেষ হলো চট্টগ্রামে নির্বাচন, চলছে ভোট গণনা

কাজী হুমায়ুন কবির : | প্রকাশের সময় : রবিবার ৭ জানুয়ারী ২০২৪ ০৬:৫৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

সারাদেশের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে সকাল ৮টা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ও অপ্রীতিকর ঘটনা ছাড়া কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে শান্তিপূর্ন। সকালের দিকে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে থাকে। জানা যায়,  চট্টগ্রামের ১৬টি আসনের ৬৩ লাখ ভোটারকে সামনে রেখে দায়িত্ব পালনের জন্য ৩২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও ৮৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছে। নির্বাচন ঘিরে প্রতিটি এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন্দ্রগুলোতে পুলিশ সদস্যের পাশাপাশি ছিল র‌্যাব ও বিজিবির টহল টিম। পাশি পাশি ছিল আনসার সদস্যরাও তৎপর। 

নিরাপত্তার চাদরে ভোটারদের শান্তিপূর্ন পরিবেশ হলেও নগরী ও জেলার কয়েকটি এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে । তারমধ্যে সকাল সাড়ে ১০টার দিকে খুলশীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ ভোটকেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর আলমের সমর্থকদের সঙ্গে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজন গুলিবিদ্ধ হয়। এছাড়া চট্টগ্রাম-১২ আসনের পটিয়ায় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির ওসমান আলমদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  আচরণবিধি লঙ্গনের কারণে বাঁশখালী আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া চট্টগ্রাম-১৪  আসনে চন্দনাইশ উপজেলার বদুর পাড়া এলাকায় হাজী বশরত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এবং এখানে দায়িত্বরত ম্যাজিষ্ট্রেটের গাড়িতে হামলার অভিযোগ পাওয়া যায়।  এছাড়া বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে ইউপি সদস্য পংকজ চন্দকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। পংকজ চন্দ ফুলকপি প্রতীকের প্রার্থীর সমর্থক বলে জানা গেছে। এছাড়াও নগরের চান্দগাঁওয়ে চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ায় সময় পুলিশ ধাওয়া দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন পুলিশ। এসব বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চট্টগ্রামের ১৬টি আসনেই শান্তিপূর্ন নির্বাচন হয়েছে। ভোট শেষে সারাদেশের মতো চট্টগ্রামের প্রতিটি আসনে চলছে এখন জয়ের ভোট গননা।

  উল্লেখ্যযে, এ নির্বাচনে সারাদেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ জন। নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। চট্টগ্রামের ১৬টি আসনে প্রতিদ্বন্ধিতা করছেন ১২৫ জন প্রার্থী।