ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

আউটসোর্সিং কর্মীদের চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: | প্রকাশের সময় : শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ০৩:৩৪:০০ অপরাহ্ন | জাতীয়

চাকরি জাতীয়করণের দাবিতে আজ শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। হাজার খানেক কর্মচারী এই অবরোধে অংশ নেন, যা শাহবাগ ও আশেপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। ফলে এই অঞ্চলে আসা-যাওয়া করা যাত্রী ও হাসপাতালগামী রোগীরা পড়েন চরম দুর্ভোগে।

বিশেষত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং বারডেম হাসপাতালের রোগীরা অসুবিধার মুখে পড়েন। অনেক রোগীকে বাস থেকে নেমে হাঁটতে বাধ্য হতে হয়। কর্মস্থলগামী সাধারণ মানুষও যানবাহন সংকটের কারণে গন্তব্যে পৌঁছাতে বিপাকে পড়েন।

অবরোধের ফলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পল্টন প্রেসক্লাবের দিকে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সকাল থেকেই পুলিশের মোতায়েন থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

আউটসোর্সিং কর্মীরা দাবি করছেন, দীর্ঘদিন ধরে তারা চাকরি জাতীয়করণের অপেক্ষায় আছেন, কিন্তু এখনও তাদের দাবি পূরণ হয়নি। ফলে, তারা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই পদক্ষেপ নিয়েছেন।

 

বায়ান্ন/এএস