ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

শেরপুরে ইউপি নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১ ০৩:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর
আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেকে ঘিরে শেরপুর আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুর শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুল রেজা বিশ্বাস। 
 
জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিষ্টার হারুন অর রশিদ, বিপিএম, ময়মনসিংহ বিভাগের বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. মাহমুদুর রহমান পিএসসি, র্যাব -১৪ অধিনায়ক উইং কমান্ডার মো. রুকুনুজ্জামান, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, ময়মনসিংহ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
 
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সঞ্চালনায় আইন শৃঙ্খলা সংক্রান্ত এ সভায় শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারী চেয়ারম্যানসহ নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান লেবু, মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসম নুরুল ইসলাম হিরো, প্রেসক্লাব’র ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন বক্তব্য রাখেন।
 
অনুষ্ঠানে বক্তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যা যা করণীয় তাই করবেন বলে আশ্বাস প্রদান করেন এবং প্রার্থীদের আচরণ বিধিমালা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে প্রার্থীরা প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েনসহ মোবাইল টিম বাড়ানো দাবি জানান।