ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০শে অগ্রহায়ণ ১৪৩১

সংস্কার নিয়ে চিন্তা নেই, নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে: আমীর খসরু

রিয়াদ হাসান | প্রকাশের সময় : শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ০৬:১৭:০০ অপরাহ্ন | রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফাও বাস্তবায়ন করবে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, আপনারা দেখেছেন, বিভিন্ন ঘটনাবলি- যেটা ১৫-১৬ বছরে ছিল না, এখন দেখা যাচ্ছে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংস্থা বিভিন্ন দাবি নিয়ে নামছে, একটা অন্তর্র্বতীকালীন সরকারের সময়ে, এসব দাবি দাওয়ার পেছনে অন্য শক্তি কাজ করছে, কারা এটা- আমাদের বুঝতে হবে।

তিনি আরও বলেন, এই শক্তির উৎস কোথায় তা জানতে হবে। ইদানীং যে ঘটনাগুলো ঘটছে ধর্মের নামে, আসলে কি ধর্মের নামে যে দাবি দাওয়াগুলো, সেগুলো বোঝার জন্য আরেকটু গভীরভাবে দেখতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তর্র্বতী সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা সেটা করতে চাই এই কারণে, এই অন্তর্র্বতী সরকারের শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো পথ নেই। এজন্য আমাদের এই প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আজ যে ঘটনাগুলো ঘটছে তা জাতির জন্য সুখবর নয়।

আমীর খসরু বলেন, আগামী দিনে যেন একটা নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি। এটা আমাদের লক্ষ্য। সংস্কারের কথা যারা বলে, বহু আগে ৩১ দফা সংস্কারের কথা তুলে ধরেছি। সেই ৩১ দফার মধ্যে আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সবকিছু আছে। সেটা আমরা করবো। আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে সেটা হবে জাতীয় সরকার এবং সেই জাতীয় সরকার এই ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। এটা আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে সিপিবির সাবেক সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী গণতন্ত্রী পার্টির সভাপতি সাইফুল হক, গণফোরাম নেতা মোস্তফা হোসেন মন্টু বক্তব্য রাখেন। সম্মেলন উদ্বোধন করেন শহিদুল ইসলাম ভূইয়া।

 

বায়ান্ন/এসএ