ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

সদরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরও ১৭০টি পরিবার

রাকিবুল ইসলাম ,সদরপুর : | প্রকাশের সময় : বুধবার ৯ অগাস্ট ২০২৩ ০৭:২৩:০০ অপরাহ্ন | জাতীয়

আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় চতুর্থ পর্যায়ে ফরিদপুরের সদরপুর উপজেলার নির্মিত ১৭০ টি ঘর আজ বুধবার সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্থান্তরের শুভ উদ্বোধন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল নির্মিত ঘর গুলো উপজেলার ১৭০টি পরিবারের মাঝে  হস্থান্তর করেন। এর পূর্বে নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায়  বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানা ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশিদসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।