ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়ার কয়েকটি এলাকা সকাল থেকে বিদ্যুৎহীন

জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : সোমবার ২২ জানুয়ারী ২০২৪ ১০:৩৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক খুঁটির কাজ করায় সকাল থেকে বিদ্যুৎহীন প্রায় এলাকা।তবে অতিদ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
 
২২ জানুয়ারি (সোমবার) আনুমানিক সকাল সাড়ে ১০ টার পর থেকে বিদ্যুৎহীন হয়ে যায় সাতকানিয়ার প্রায় এলাকা।
 
জানা যায়, সকাল সাড়ে ১০ টা থেকে পল্লী বিদ্যুৎের বৈদ্যুতিক খুঁটি পাল্টানোর কাজ করায় সাতকানিয়ার কাঞ্চনা,আমিলাইশ,এওচিয়ার গাটিয়াডেঙ্গা সহ প্রায় এলাকা বিদুৎ সংযোগ বন্ধ রয়েছে।সকাল সাড়ে ১০ টায় বন্ধ হওয়া বিদ্যুৎ সংযোগ রাত ৮ টাতেও সচল হয়নি অধিকাংশ এলাকায়।
 
কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা তৌহিদুল ইসলাম বলেন, সকাল থেকে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই।এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু হয়নি।
 
আমিলাইশের বাসিন্দা গণমাধ্যমকর্মী ইকবাল হোসেন জানান,বিদ্যুৎ আছে তবে আজকে অনেকবেশি লোডশেডিং হচ্ছে।
 
সাতকানিয়ার আরও কয়েকজন বাসিন্দা জানান,সকালে বিদ্যুৎ গেছে এখনো আসেনি।যার কারণে স্বাভাবিক জীবন অনেকটা অতিষ্ঠ লাগছে।
 
তবে কেউ কেউ জানান,বিদ্যুৎের বিকল্প হিসেবে আইপিএস বা অন্যান্য ব্যবস্থা থাকায় লোডশেডিংয়ের খুব একটা প্রভাব পড়ছে না।
 
সাতকানিয়া (পল্লীবিদুৎ) জোনাল অফিসের কর্মকর্তা মোয়াজ্জেম জানান, সকাল থেকে বিদ্যুৎের খাম্বা পাল্টানোর কাজ চলায় এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।একটু আগেও যোগাযোগ করেছি।এখনো কাজ শেষ না হওয়ায় বিদ্যুৎ সংযোগ চালু করা যাচ্ছে না।
 
বিদ্যুৎ কখন আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘন্টা আধাঘন্টার (রাত ৯টা) মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু হবে আশা করি।