ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০শে অগ্রহায়ণ ১৪৩১

সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে আন্ত:ধর্মীয় সংলাপ

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও | প্রকাশের সময় : শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ০৬:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।

উন্নয়ন সংস্থা সার্প এর আয়োজনে শনিবার সকালে সদর উপজেলার হলরুমে অনুষ্ঠিত এ সংলাপে দেশের শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় বিভেদ ভুলে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে বক্তাগণ সাম্প্রদায়িক হানাহানি মুক্ত সুন্দর সমাজ গঠনের উপর গুরুত্বারোপ করেন।

এসময় বক্তব্যদেন সহকারী কমিশনার-ভূমি খাদিজা তাহির, দাতা সংস্থার পোর্টফোলিও কো-অর্ডিনেটর ম্যাটিন্ডা টিনা বৈদ্য, উন্নয়ন সংস্থা সার্প এর ডিরেক্টর হিমাংশু চন্দ্র চন্দসহ অন্যান্যরা।

সংলাপে জেলার মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপসানালয়ের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।