বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, সাবের হোসেন চৌধুরী কিভাবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জামিন পেলেন? অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপে গভীর সন্দেহ প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) খিলগাঁওয়ে গুম-খুন হওয়া শহীদ পরিবারের সদস্যদের আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, সাবের হোসেন চৌধুরীর নির্দেশেই এই এলাকায় ১১ জন গুম-খুনের শিকার হয়েছেন। জনির মতো তরুণদের নির্মম হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না।
রিজভী আরও বলেন, সাবের হোসেন চৌধুরী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী এবং তার নেতৃত্বে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, "এই সরকার কাকে রক্ষা করছে?"
সমাবেশ শেষে সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, মহানগর বিএনপি নেতা ইউনূস মৃধা, সাবেক কাউন্সিলর লিটন, সেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের মেহেবুব মাসুম শান্ত, আরিফুর রহমান তুষার, ডা. তৌহিদুর রহমান আউয়াল, মাসুদুর রহমান, রাজু আহমেদসহ আরো অনেকে।