ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

২ মার্চ থেকে চবি ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ০৬:২৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

আগামী বছরের ২ মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ১০ মার্চ পর্যন্ত। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল ১২ ডিসেম্বর। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হলে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে। গতকাল রোববার রাত ১০টায় অনুষ্ঠিত ডিনস কমিটির বেঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন অনুষদের ডিনরা।

 

এ সময় অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সভায় চবির ডিনবৃন্দ, আইসিটির পরিচালক ও প্রক্টর উপস্থিত ছিলেন।

জানা যায়, ভর্তি পরিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ভর্তি পরীক্ষার পরই এটা নিয়ে কথা উঠেছে। ভর্তি কমিটির সদস্যরা এ ব্যাপারে ইতিবাচক মতামত দিয়েছেন। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ। ১২ ডিসেম্বর ভর্তি কমিটির বৈঠকে এ ব্যাপারে আলোচনা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার বিষয়ে আমরা আরো আগেই আলোচনা করেছিলাম। তবে এখনো তা চূড়ান্ত হয়নি। পরবর্তী বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

 

তিনি আরো বলেন, প্রথমে হয়তো আমরা সব বিভাগে নিতে পারব না। প্রথমবার আমরা কয়েকটি বিভাগে নেব। তবে কোন কোন বিভাগে নেয়া হবে সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার্থীদের অনেক কষ্ট কমে যাবে। যাতায়াত ও অতিরিক্ত অর্থ ব্যয়ও অনেকটা কমে যাবে। এমনটাই মন্তব্য অভিভাবকদের। তবে এটাকে আবার চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।