ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

অষ্টগ্রামে ইউএনও’র প্রেস ব্রিফিং

অষ্টগ্রাম( কিশোরগঞ্জ) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ০৬:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর

 কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন-অর-রসিদ। মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে তিনি এ প্রেস ব্রিফিং করেন।

তিনি বলেন, কিশোরগঞ্জের চার উপজেলাকে আগামী ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ ঘোষণা দেবেন। এর মধ্যে অষ্টগ্রাম উপজেলাও রয়েছে। এছাড়া অন্য তিনটি উপজেলা হচ্ছে কিশোরগঞ্জ সদর, ভৈরব ও পকুন্দিয়া। ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার জন্য নির্ধারিত উপজেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা হচ্ছে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১১২টি, ভৈরব উপজেলায় ১৬০টি, অষ্টগ্রাম উপজেলায় ১৩৩টি ও পাকুন্দিয়া উপজেলায় ১২২টি। 

 এ ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী অত্যন্ত সতর্কতার সাথে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার পূর্ব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ সার্বক্ষণিক ভাবে সামগ্রিক কাজ তদারকি করছেন। এসময় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 এখানে উল্লেখ্য যে, ইতিপূর্বে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।