“ভাই আমি শেষ। কিছু নাই আর সব ছাই আর ছাই। আমি শূন্য হয়ে গেছি,” আর্তনাদ করছিলেন মোহাম্মদ সজীব। তার চোখের সামনে তখন জ্বলছিল মাথা গোঁজার স্থান; পুড়ছিল তার ব্যবসায়ের মূলধনের তিন লাখ টাকা। সবই পুড়েছে কিছু উদ্ধার করতে পারেনি।
পাশেই আহাজারি করছিলেন বেগমা খাতুন, মো. লোকমান ও মো. ইমরান। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আধা ঘন্টার আগুনে তাদের সর্বস্ব গেছে। এতে তাদের দাবী প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জোটপুকুর এলাকার ছনদণ্ডী গ্রামের জাকের হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সাইদুর রহমান।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি কাঁচা বসতঘর ও তিনটি রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।