বান্দরবানের আলীকদম উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি'র ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং হত দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ,স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও বিনামূল্য চিকিৎসা সেবা ঔষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকার সময় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনাজোনের জোন কমান্ডার (৩১বীর) লে.কর্ণেল সাব্বির হাসান পিএসসি।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন,পার্বত্য অঞ্চলের দীর্ঘস্হায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ১৯৯৭ সালে ২ ডিসেম্বর এই দিনে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর করে জাতিকে একটি সংকটময় পরিস্থিতি থেকে মুক্ত করেছেন বলে সকলকে অবহিত করেন। এছাড়াও পাহাড়ী- বাঙ্গালীদের উদ্দেশ্যে পার্বত্য শান্তি চুক্তির পটভূমি শান্তি চুক্তির উল্লেখযোগ্য বাস্তবায়ন শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আলীকদম সেনাজোনের উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ আলোকপাত করেন।
তিনি বক্তব্য আরও বলেন, সামরিক পদক্ষেপের পাশাপাশি সরকার পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম শুরু করে এবং শিক্ষার মান উন্নয়ন, রাস্তাঘাট ব্রিজ কালবাট নির্মাণ, স্বাস্হ্য সেবার জন্য নিরলস ভাবে কাজ করছে। শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সারাবিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত হিসাবে এ চুক্তি তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। শান্তি চুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতায় গঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও ৩ টি পার্বত্য জেলা পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন,আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন এমএ,পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা,লামা উপজেলা পরিষেদর চেয়ারম্যান মোস্তফা জামান,আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দীন সরকার,আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার রোকসানা,আগষ্টিন ত্রিপুরা,ইয়ংলক ম্রো,২৮৮ নং আলীকদম মৌজার হেডম্যান অংহ্লাচিং মার্মা,সাংবাদিকসহ স্হানীয় গর্ণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে শান্তি চুক্তি দিবস উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় খেলোয়াড় একে ডিফেন্ডিং একাদশ বনাম আলীকদম ফুটবল একাডেমি অংশ গ্রহণে সম্প্রীতির এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।